বরিশালে একদিনে সর্বোচ্চ ৩৪৮ জনের ডেঙ্গু শনাক্ত

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বরিশাল ব্যুরো

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৪৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তারা বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি আছেন। গেল ৩০ জুলাই সর্বোচ্চ ৩৩৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এছাড়া এখন পর্যন্ত বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন। গতকাল রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩৪৮ রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি বরিশালে ১২১ জন, পটুয়াখালীতে ৭৩, পিরোজপুরে ৬০, ভোলায় ৪১, বরগুনায় ৩৬ জন আছেন ও ঝালকাঠিতে ১৭ জন। এছাড়া গতকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ৯১৬ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন। এর মধ্যে বরিশালে ৩৫০ জন, পটুয়াখালীতে ২১৩, ভোলায় ৯৪, পিরোজপুরে ১৪৫, বরগুনায় ৯৪ জন ও ঝালকাঠিতে ২০ জন। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ৬ হাজার ৮ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৭৯ জন। এছাড়া গোটা বিভাগে ১৩ জন ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। যারমধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ জন, বরগুনা হাসপাতালে একজন এবং ভোলা জেনারেল হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। তিনি আরো বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না। এছাড়া বিভাগের সব সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গুরোগীদের গুরুত্ব দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।