ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে সায়েন্সল্যাবে বিক্ষোভ

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে সায়েন্সল্যাবে বিক্ষোভ

চলতি বছরের এইচএসসি পরীক্ষা দুই মাস পেছানোর দাবিসহ চার দফা দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় প্রথমে শাহবাগ মোড়ে অবস্থান নেয় তারা। এরপর মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে এসে কিছুক্ষণ অবস্থান নেয়। সেখান থেকে নীলক্ষেত মোড়ে গিয়ে অবস্থান নিয়ে আবার সায়েন্সল্যাব মোড়ে এসে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। এ সময় এই সড়কে বন্ধ হয়ে যায় যানচলাচল। সবশেষ দুপুর ২টা ৪০ মিনিটে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। শিক্ষার্থীরা বলছে, ডেঙ্গু পরিস্থিতির কারণে তাদের অনেকে ক্লাস পরীক্ষায় অংশ নিতে পারেনি। এছাড়া অনেকেই ডেঙ্গু আক্রান্ত হয়েছে। দুই মাস পরীক্ষা পেছানো হোক, না হলে ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হোক। এ সময় আইসিটি পরীক্ষা না নেওয়ার দাবি জানায় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবিগুলো হলো, ১. ৫০ মার্কের পরীক্ষা নিতে হবে। ২. পরীক্ষা দুই মাস পিছিয়ে দিতে হবে। ৩. ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা নেয়া যাবে না। ৪. পরীক্ষা থেকে আইসিটি সাবজেক্টটি বাদ দিতে হবে। উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা আগামী ১৭ আগস্ট থেকে সারা দেশে একযোগে শুরু হয়ে চলবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। গত ৮ জুন এ তারিখ নির্ধারণ ছাড়াও পরীক্ষার সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত