‘যৌন ও প্রজনন স্বাস্থ্যের অগ্রগতি এবং অধিকার’ শীর্ষক প্রকল্পের আওতায় জনস্বাস্থ্যবিষয়ক গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)-এর মধ্যে গতকাল সোমবার এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং আইসিডিডিআরবি’র নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত এই সমঝোতা স্মারক অনুষ্ঠানে পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. তামান্না হাওলাদার, আইসিডিডিআরবি’র সিনিয়র পরিচালক ডা. শামস এল আরেফিন, ঢাবি জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক এবং আইসিডিডিআরবি’র উচ্চপদস্থ’ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।