গাজীপুরে ট্রাকচাপায় সাংবাদিক নিহত চালক গ্রেপ্তার

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় ডাম্প ট্রাকচাপায় পিষ্ট হয়ে সাংবাদিক মঞ্জুর হোসেন মিলনের মৃত্যুর ঘটনায় চালক আহাদ মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল সোমবার সকালে মুন্সীগঞ্জের লৌহজং থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান। গত শুক্রবার বালুভর্তি একটি ডাম্প ট্রাকের চাপায় নিহত হন সাংবাদিক মিলন। তিনি গাজীপুর সিটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এছাড়াও দৈনিক ভোরের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি এবং সাপ্তাহিক গাজীপুর দর্পণের সম্পাদক ছিলেন।