বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে তরুণ বিজ্ঞানী ও শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বিজ্ঞান মেলায় গত রোববার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেছেন, বাংলাদেশের গ্রামেগঞ্জে ও মফস্বলে অনেক সুপ্ত মেধা ছড়িয়ে আছে। ওই মেধাকে উদ্ভাবনী কাজে লাগিয়ে দেশকে বিজ্ঞান ও প্রযুক্তিতে সমৃদ্ধ করতে হবে। আর এ সক্ষমতা অর্জনের জন্য শিক্ষার্থীদের গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে এবং সৃজনশীলতার উন্মেষ ঘটাতে হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভাইস চ্যান্সেলর ড. মো. মোজাফফর হোসেন, পুণ্ড্র ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে আরা বেগম এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান সাবেক সচিব ফজলুর রহমান।