ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি ও শিক্ষা পরিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি ও শিক্ষা পরিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘রূপকল্প-২০৪১’ এর সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা, প্রশিক্ষণ, শিল্পায়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে বর্তমান বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) সভানেত্রী তাহমিদা হান্নান অতি অল্প সময়ের মধ্যে বিভিন্ন ধরনের ২৪টি প্রকল্প বাস্তবায়ন করেছেন। এরই ধারাবাহিকতায় বিগত ২৬ নভেম্বর ২০২২ তারিখে এই সংগঠনের সভানেত্রী বাফওয়া ইন্ডাস্ট্রিয়াল হোম পাইলট প্রকল্পের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অল্প কিছুদিনের মধ্যে এই প্রকল্পের উদ্বোধন হবে বলে আশা করা যাচ্ছে। এরইমধ্যে ইন্ডাস্ট্রিয়াল হোম থেকে বিমান বাহিনীর আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের ইউনিফর্ম সরবরাহ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সে লক্ষ্যে গতকাল সোমবার বাফওয়া ও বিমান বাহিনী শিক্ষাপরিদপ্তরের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনাড়ম্বর এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বাফওয়ার পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এর সভানেত্রী তাহমিদা হান্নান। অন্যদিকে বিমান বাহিনী শিক্ষা পরিদপ্তরের পরিচালক এয়ার কমডোর আ ন ম আব্দুল হান্নান, বিইউপি এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত