স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো জিপ থেকে গাঁজাসহ আটক তিন

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাজশাহী ব্যুরো

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো পাজেরো জিপ ধাওয়া করে দুটি গাড়ি থেকে ২৪০ কেজি গাঁজা উদ্ধার ও তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল সোমবার ভোরে নাটোর জেলার সিংড়া থানার লালোর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় বলে গতকাল সকালে সংবাদ সম্মেলনে রাজশাহী বিভাগের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান এ তথ্য জানান।

আটককৃতরা হলেন- কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার নাওডাঙ্গা ইউনিয়ন এলাকার নূর আলিম সরকার মিলন, একই ইউনিয়নের মমিনুল ইসলাম এবং একই থানার হোসাইন আহমেদ।

তিনি আরো জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার টিম। একটি সাদা রঙের পাজেরো জিপকে থামতে ইশারা করা হয়। কিন্তু গাড়িটি দ্রুত গতিতে পালাতে চেষ্টা করে। পরে ধাওয়া করে গাড়িটিকে আটক করা হয়। তার সঙ্গে একটি হাইস মাইক্রো ছিল। গাড়িতে তল্লাশি করে পাজেরো জিপ থেকে ১৫০ কেজি ও মাইক্রো থেকে ৯০ কেজি, মোট ২৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জিপের গ্লাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো ছিল। গাড়িটির মালিকের সূত্র খতিয়ে দেখছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার ডেপুটি ডাইরেক্টর জিল্লুর রহমান বাদী হয়ে নাটোর জেলার সিংড়া থানায় অভিযুক্ত তিনজনের নামে মামলা দায়ের করেছেন।