গতকাল মঙ্গলবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শন, বিইউপি লিটারেচার অ্যান্ড ড্রামা ক্লাবের তত্ত্বাবধানে রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী এবং আলোচনাসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহবুব-উল আলম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।