গাজীপুরের ভোগড়া এলাকায় মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার বিরোধকে কেন্দ্র করে গার্মেন্ট কর্মী দুলাল মিয়া হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন নেত্রকোনার কামারগাঁও গ্রামের তরিকুল ইসলাম সাগর (১৮), সুনামগঞ্জের নামলো গ্রামের খোকন মিয়া (২৫), একই জেলার মারকলি গ্রামের সানির (২৫)। উপকমিশনার আবু তোরার মো. শামসুর রহমান বলেন, গত ৪ আগস্ট বিকালে বাসন থানার দক্ষিণ ভোগড়া এলাকায় ডিজাইন এক্সপ্রেস লিমিটেডের পাশে পরিত্যক্ত জমির ওপর থেকে অজ্ঞাতনামা হিসেবে গার্মেন্ট কর্মী দুলাল মিয়ার (৩৯) মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে নিহত দুলালের ছোট ভাই মাসুম মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, তথ্যপ্রযুক্তির বিশ্লেষণ ও তথ্য সংগ্রহ করে যাচাই-বাছাই করে গত সোমবার তরিকুল ইসলাম সাগর, খোকন মিয়া ও সানিরকে নেত্রকোনা ও গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়, নিহত গার্মেন্ট কর্মী দুলাল তাদের পূর্বপরিচিত। ঘটনার দিন দুপুর আড়াইটার দিকে দুলাল ও তার লোকজন আসামিদের ঘটনাস্থলে আটকে রেখে মোবাইল ও টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আসামিরা একত্রিত হয়ে ঘটনার দিন বিকাল ৪টার দিকে ওই স্থানে গিয়ে দুলালকে একা পেয়ে গলায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।