‘সংগ্রাম-স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা’ প্রতিপাদ্যে বাফওয়া কর্তৃক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য সহধর্মিণী বঙ্গমাতা মহীয়সী নারী বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী গতকাল মঙ্গলবার তেজগাঁওস্থ বিএএফ শাহীন হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষ্যে বিমান বাহিনীর সব ঘাঁটির স্কুল-কলেজসহ বাফওয়ার সকল অঙ্গসংগঠনে বঙ্গমাতাকে নিয়ে স্বরচিত কবিতা প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মধ্যে বঙ্গমাতার জীবনী গ্রন্থ উপহার প্রদান করা হয়। এছাড়া, বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার আত্মত্যাগ ও মানবতার সেবায় উদ্বুদ্ধ হয়ে দিবসটিতে বাফওয়া কর্তৃক আর্তমানবতার সেবায় গৃহীত কার্যক্রমের অংশ হিসেবে ‘বাফওয়া ফার্মেসি’ উদ্বোধন, বাফওয়া লাশবাহী অ্যাম্বুলেন্স উদ্বোধন এবং স্বেচ্ছায় রক্তদান এবং বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান কর্মসূচির আয়োজন করা হয়। বাফওয়ার সভানেত্রী তাহমিদা হান্নান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), কমান্ড্যান্ট এএফআইপি, বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু ও বাশার’র এয়ার অধিনায়ক, বাফওয়া কেন্দ্রীয় পরিষদের সদস্যা, বাফওয়া আঞ্চলিক শাখা বঙ্গবন্ধু এবং বাশারের কমিটির সদস্যাসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।