রাজশাহীর বাঘায় ছেলের হাতে বাবা খুন
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজশাহী ব্যুরো
রাজশাহীর বাঘায় মেহগনি গাছ বিক্রির টাকা না পাওয়ায়, ছেলের হাতে দেশীয় অস্ত্রের আঘাতে বাবা রুস্তম আলী (৭৫) এর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর রাতে রাজশাহী জেলার বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর পাকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাজশাহী জেলার বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, বেশ কিছুদিন থেকে বাড়ির মেহগনি গাছ বিক্রির টাকা দাবি করে আসছিল ছেলে শুকুর আলী (৪২)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাবা রুস্তম আলী গাছ বেচে টাকা দিতে না চাওয়ায় পিতা রুস্তম আলী খুন করা হয়েছে।