রংপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন
প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৩।
এবারের মূলসুর- ‘আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আদিবাসী তরুণরাই মূল শক্তি’ এরই আলোকে জাতীয় আদিবাসী পরিষদ রংপুর সদর উপজেলা কমিটির আয়োজনে দিবসটি পালন করা হয়।
গতকাল বুধবার সকালে ধর্মদাস কুঠিপাড়া উপজাতি কল্যাণ সংঘ ক্লাবের সামনে জাতীয় আদিবাসী পরিষদ রংপুর সদর উপজেলা কমিটির আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিনব্যাপী পালন করা হয় আন্তর্জাতিক আদিবাসী দিবস। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।