রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই দিনে দুইজনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দিনগত রাতে মো. সৈকত আলী এবং গত সোমবার সন্ধ্যায় আইয়ুব আলী নামের এই দুইজনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এফএমএ শামীম আহমেদ। তিনি আরো বলেন, গত মঙ্গলবার দিনগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর আলীনগর গ্রামের সৈকত (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। অপরদিকে গত সোমবার সন্ধ্যায় একই জেলার ফুলবাড়ি গ্রামের আইয়ুব আলী (৪০) এর মৃত্যু হয়েছে। এর দুইজনই ঢাকা থেকে আগত।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছে ৩০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন। এ পর্যন্ত রামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ৪৭৩ জন। এ পর্যন্ত তিনজন মৃত্যুবরণ করেছেন।