মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

প্রকাশ : ১১ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুর লাউতলা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব)। গতকাল বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গ্রেপ্তাররা হলেন, নিয়ামুল শরীফ (৩০), রাকিব (১৯), পিয়াল মোল্লা (২০), মুন্না (১৯) ও ইসাহক (২৭)। শিহাব করিম বলেন, তারা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। সাধারণত দিনের বেলায় তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন এলাকায় কম জনসমাগমপূর্ণ স্থানে ছিনতাই করত। রাত গভীর হলেই গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে সর্বস্ব লুটে নিত। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে রাজধানীর মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।