বরিশালে খেলতে গিয়ে ডোবায় পড়ে দুই শিশুকন্যা মারা গেছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর বিসিক শিল্প নগরীতে এই ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো দিনিয়া (৪) ও খাদিজা (৪)। দিনিয়া বাঘিয়া এলাকার বাসিন্দা ক্ষুদ্র ব্যবসায়ী মো. দেলোয়ারের মেয়ে এবং খাদিজা একই এলাকার ব্যবসায়ী মো. আনোয়ারের মেয়ে। নিহতরা সম্পর্কে চাচাতো বোন। দিনিয়ার বাবা দেলোয়ার জানান, শিশুরা দুপুরের খাবার খেয়ে পাশ্ববর্তী বিসিক মাঠে খেলতে যায়। মাঠে বালু ভরাট করা থাকলেও একটি জায়গায় ডোবা ছিলো। খেলার সময় তারা ডোবায় পরে যায়। তাদের উদ্ধার করে শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। স্থানীয় এক যুবক জানান, আমরা পাশের বাড়িতে কাজ করছিলাম। চিৎকার শুনে এসে দেখি ডোবায় একটি নস্ট ফুটবল ভাসছে। তার পাশেই একজন শিশু ভাসমান অবস্থায় ছিলো। আরেক শিশু পানির নিচে ডুবে ছিলো। আমরা নেমে উঠিয়ে হাসপাতালে পাঠাই। ডোবার মধ্যে পড়ে থাকা একটি নস্ট ফুটবল তুলতে গিয়েই তাদের মৃত্যু হতে পারে।
দুর্ঘটনাস্থল বিসিক শিল্প নগরী বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার আওতায়। নিহতদের বাসা এয়ারপোর্ট থানা এলাকায়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমান বন্দর থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন দুই শিশু নিহতের ঘটনা নিশ্চিত করেছেন।