নারায়ণগঞ্জে ৪ তলার ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
প্রকাশ : ১১ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ শহরের ডন চেম্বার এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ৪ তলা থেকে পড়ে জেরিন (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের স্বামীর নাম জনি রহমান। সে মিশনপাড়া এলাকায় ভাড়া থাকত। তাদের সংসারে জাবরিন (৫) ও জায়ান (২) নামে দুইসন্তান রয়েছে। নিহত জেরিনের পিতা বন্দরের ইস্পাহানী এলাকার বাসিন্দা মো. আলী হোসেন জানান, ২০১৭ সালে তার মেয়ে জেরিনের বিয়ে হয়। জেরিনের স্বামী পেশায় গার্মেন্টস এক্সেসরিজ ব্যবসায়ী। জেরিনের ভাসুর হাসান রহমান ডনচেম্বার জামে মসজিদের পাশে একটি জমি ক্রয় করে সেখানে ভবন নির্মাণ করছে। সেই ভবনের ৭ তলার ফ্ল্যাটটি ছোট ভাই জনিকে দিয়েছেন হাসান রহমান। গতকাল সকালে মেয়ে জাবরিনকে ডন চেম্বারে ফিলোসোফিয়া স্কুলে দিতে যায় জেরিন। এ সময় স্বামী জনি ও পুত্র জায়ান বাসায় ছিল। মেয়েকে স্কুলে দিয়ে ডন চেম্বারে নির্মাণাধীন ভবনে যায় জেরিন। সেখানে ভবনের ৪ তলা থেকে জেরিন নিচে পড়ে গেলে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে জেরিন ৪ তলা থেকে কীভাবে পড়ে গেল, সেটা বোধগম্য না। তার স্বামীর সঙ্গে এর আগে কোনো ঝগড়াঝাটিও হয়নি। এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার (ওসি তদন্ত) সাইদুজ্জামান জানান, ডন চেম্বার থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায়, তাদের মরদেহ বুঝিয়ে দেয়া হয়েছে।