ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ডিআরইউ সদস্যদের জন্য ডেন্টাল ক্যাম্প

ডিআরইউ সদস্যদের জন্য ডেন্টাল ক্যাম্প

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ও তার পরিবারের জন্য ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল ডিআরইউ নসরুল হামিদ মিলনায়তনে আকা ফাউন্ডেশনের সহযোগিতায় বিশেষজ্ঞ চিকিৎসকরা তাদের এ সেবা ও পরামর্শ দেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. জামাল উদ্দীন চৌধুরী। ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল অনুষ্ঠান সঞ্চালনা করেন। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে ডিআরইউ’র সদস্য ও পরিবারের প্রায় ২০০ জন সেবা গ্রহণ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত