ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরে অপরাজিতা নেটওয়ার্ক কমিটি গঠন

রংপুরে অপরাজিতা নেটওয়ার্ক কমিটি গঠন

রংপুর বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুর এনজিও ফেরাম অফিসে রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলার ১৭ জন নারী জনপ্রতিনিধিদের নিয়ে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ফাতেমা ইয়াসমিন ইরা হক, সহ-সভাপতি ১ আরিফা সুলতানা লাভলী, সহ-সভাপতি ২ অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, সাধারণ সম্পাদক মোছা: লায়লা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক মোছা: সানজিদা বেগম লাকী, কোষাধ্যক্ষ প্রভাতী রানী, সাংগঠনিক সম্পাদক শিল্পী রানী। এছাড়া বিভাগীয় কমিটিতে সদস্য ১০ জনসহ মোট ১৭ সদস্য বিশিষ্ট কামিটি গঠন করা হয়।

বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্ক এর মূলনীতি : মানুষের মর্যাদা ও মৌলিক অধিকারের স্বীকৃতি।

জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায়, দল-মত নির্বিশেষে সকলের মধ্যে অসাম্প্রদায়িকতা বোধ গড়ে তোলা। নিজেদের মধ্যে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠা করা। নিজস্ব নেতৃত্ব নিকাশ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ। সমমনা অন্যান্য সংগঠনের সঙ্গে সমন্বয় সাধন। নিজস্ব উদ্যোগ ও যথাসম্ভব স্থানীয় সম্পদ ব্যবহারের মাধ্যমে স্বনির্ভরতা অর্জন। সেবামূলক নেতৃত্ব প্রদান শৃঙ্খলা ও সততার মাধ্যমে সমাজে শান্তি নিশ্চিতকরণে সক্রিয় ভূমিকা পালন। সকল পর্যায়ে গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলা ও গণতান্ত্রিক আচরণ চর্চা করা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত