ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সংসদ সদস্যের অনুদানে সিলেটে পাকা সড়ক পেলেন এলাকাবাসী

সংসদ সদস্যের অনুদানে সিলেটে পাকা সড়ক পেলেন এলাকাবাসী

সংসদ সদস্য মোকাব্বির খানের অনুদানে সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর গ্রামের দক্ষিণপাড়া ও পূর্বপাড়া জামে মসজিদ ছাড়াও দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ একটি সড়কের ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। এই কাজে অনুঘটকের ভূমিকা পালন করেছেন তরুণ সমাজসেবক আব্দুল মুমিন কালু ছাড়াও দৌলতপুর আদর্শ যুব সমাজের সদস্যবৃন্দ। যারা সবসময় গ্রামবাসীর বিপদে-আপদে এগিয়ে আসেন। সম্প্রতি দৌলতপুর দক্ষিণপাড়ার সাবেক মেম্বার আজম আলীর বাড়ির সামনে থেকে সৌদি প্রবাসী মকসুদ আহমদের বাড়ি পর্যন্ত এই সড়কের ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়। গুরুত্বপূর্ণ এই সড়কের ঢালাইয়ের বন্দোবস্ত করে দেওয়ায় সংসদ সদস্য মোকাব্বির খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দৌলতপুর গ্রামবাসী। সেই সঙ্গে পাকা সড়ক পেয়ে খুশির ঠিকানা নেই গ্রামবাসীদের। তরুণ সমাজসেবক আব্দুল মুমিন কালু বলেন, ‘সিলেট-২ আসনের মাননীয় সংসদ সদস্য মোকাব্বির খানের অনুদানে আমাদের গ্রামের এই গুরুত্বপূর্ণ সড়কের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

তিনি আমাদের গ্রামের অনেকগুলো সড়ক ও উন্নয়নকাজের জন্য বরাদ্দ দিয়েছেন। কয়েকটি সড়কের পাকাকরণের কাজ ইতোমধ্যে সম্পন্নও হয়েছে এবং কয়েকটির কাজ চলমান আছে। এমপি মহোদয় অত্যন্ত আন্তরিক এবং দলমত নির্বিশেষে তিনি তাঁর নির্বাচনী এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন।’

দৌলতপুর গ্রামের যেকোনো উন্নয়ন কাজে কিংবা বিপদে-আপদে সবসময় অর্থ, পরামর্শ ও উৎসাহ দিয়ে পাশে থাকেন যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক কদর উদ্দিন। তিনিও এই কাজে পরামর্শ ও উৎসাহ দিয়ে কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়তা করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত