ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বছিলায় ছুরিকাঘাতে আহত দুই

বছিলায় ছুরিকাঘাতে আহত দুই

রাজধানী মোহাম্মদপুর বছিলা এলাকায় ছুরিকাঘাতে স্কুল শিক্ষার্থীসহ দুইজন আহত হয়েছে। তারা হলেন স্কুল শিক্ষার্থী পারভেজ হোসেন (১৬) ও দোকান কর্মচারী মেহেদী হাসান (২০) বর্তমানে আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গত বৃহস্পতিবার বেলা তিনটার দিকে বসিলা শাহিনুর জামে মসজিদের পাশে এই ঘটনাটি ঘটে। স্কুল শিক্ষার্থীর বাবার নাম মোফাজ্জল হোসেন। পরিবারের সঙ্গে সে বছিলা এলাকায় থাকে। স্থানীয় একটি স্কুলে সে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করে। স্কুল শিক্ষার্থী একটি চা দোকানে বসা অবস্থায় চার-পাঁচজন এসে তাকে ছুরিকাঘাতে করে পালিয়ে যায়। তবে কি কারণে তার ওপর হামলা হয়েছে এই বিষয়ে আহত শিক্ষার্থী কিছু জানাতে পারেনি। পারভেজ জানায়, এর আগে সে মাদ্রাসায় লেখাপড়া করত। এই বছর তিনি প্রথম স্কুলে ভর্তি হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত