ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

আড়াইহাজারে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

আড়াইহাজারে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোপালদী পৌরসভার জালাকান্দি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত চাপাতি, সুইচ গিয়ার ও চাকু উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার শ্রীনিবাসদী এলাকার লেকত আলীর ছেলে ইয়াসিন (২৪), শালমদী এলাকার হাসান আলীর ছেলে মিলন (২৭) ও গহরদী এলাকার আফাজ উদ্দিন ডাকাতের ছেলে শাহজালাল (৩০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন ডাকাতির জন্য তারা পরামর্শ করতে সেখানে উপস্থিত হয়েছিলেন। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, গোপন সংবাদের ভিত্তিতে জালাকান্দি এলাকায় উপস্থিত হলে ডাকাতরা পালানোর চেষ্টাকালে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরও ৫ থেকে ৬ জন ডাকাত পালিয়ে যান। তিনি আরও জানান, তারা দীর্ঘদিন ধরে আড়াইহাজারের বিভিন্ন বাড়িতে, ব্যবসায়ী বা আর্থিকভাবে সচ্ছল পরিবারগুলোকে টার্গেট করে পরিকল্পিতভাবে ডাকাতি করে আসছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত