রাজশাহীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজশাহী ব্যুরো
রাজশাহীর বাগমারায় পুকুরের পানিতে ডুবে তামিম হোসেন নামে ১৮ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার তাহেরপুর পৌরসভার চকিরপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত তামিম বাগমারার চৌকিরপাড়া মহল্লার রানা সাহর ছেলে। জানা যায়, গত বৃহস্পতিবার সকালে শিশুটি বাড়ির পাশে পুকুরের ধারে খেলা করছিল। মা তিথি বেগম তাকে রেখে বাড়ির ভেতরে কিছু একটা নিতে যান। ফিরে এসে দেখেন ছেলে সেখানে নেই। আশপাশে খোঁজাখুঁজি করতেই তামিমকে পুকুরের পানিতে পড়ে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে তাহেরপুরের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। একমাত্র ছেলেকে হারিয়ে দিশাহারা মা-বাবা।