ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বরিশালে সাকুরা বাসের চাপায় ইজিবাইক চালক নিহত

বরিশালে সাকুরা বাসের চাপায় ইজিবাইক চালক নিহত

বরিশাল জেলার উজিরপুর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহনের একটি বাসের চাপায় ইজিবাইক চালক নাসির সরদার (২৫) নিহত হয়েছে। মহাসড়কের নতুন শিকারপুর মুন্ডপাশা এলাকায় গতকাল শনিবার বেলা দুইটার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান। নিহত নাসির সরদার মুন্ডপাশা গ্রামের নুর সরদারের ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাস নতুন শিকারপুর এলাকা অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি ইজিবাইক আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ইজিবাইকের চালক নাসির বাসের নিচে চাপা পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, দুর্ঘটনার পর বাসের চালক, সুপারভাইজার ও হেলপার পালিয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী সময়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত