ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরে বহুল প্রত্যাশিত রাস্তা ও ড্রেনের কাজ উদ্বোধন

রংপুরে বহুল প্রত্যাশিত রাস্তা ও ড্রেনের কাজ উদ্বোধন

রংপুর মহানগরীতে প্রায় দুই কোটি দশ লাখ টাকা ব্যয়ে আনছারী মোড় থেকে গলাকাটার মোড় পর্যন্ত রাস্তা ও ড্রেনের কাজ শুরু হয়েছে। গতকাল শনিবার দুপুরে আনছারী মোড়ে আলোচনা শেষে, ফিতা কেটে ও দোয়ার মধ্য দিয়ে রাস্তা ও ড্রেনের কাজের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) মেয়র আলহাজ মো. মোস্তাফিজার রহমান মোস্তফা। বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ৩৪৫ মিটার রাস্তা ও দুইধারে ড্রেন যা মেসার্স খায়রুল কবীর রানা নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান বাস্তবায়ন করবেন। উদ্বোধনকালে ২৮নং ওয়ার্ড কাউন্সিলর ইঞ্জিনিয়ার শাহাদত হোসেন, সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলী, ২৮নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি নুর ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ মঈন উদ্দিন আহমেদ টিটুসহ বিশিষ্ট সমাজ সেবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত