বিজিবির অভিযানে সিলেটে ভারতীয় শাড়ি ও কসমেটিকসসামগ্রী জব্দ
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
গত শুক্রবার রাতে বিজিবির সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সিলেটের জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকা দিয়ে ভারতীয় পণ্যের একটি অবৈধ চালান পাচার হবে। উক্ত তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্থ জৈন্তাপুর বিওপির একটি টহলদল বৈরী আবহাওয়া ও ভারি বৃষ্টি উপেক্ষা করে চোরাচালানি মালামাল আটকের উদ্দেশ্যে সারিঘাট এলাকায় ফাঁদ পেতে অবস্থান নেয়। এরপর আনুমানিক রাত ১১:৩০-এ বিজিবি টহলদল সন্দেহজনকভাবে একটি ট্রাককে চ্যালেঞ্জ করে তা থামানোর নির্দেশ দেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাকের চালক বিছনারটেক নামক স্থানে ট্রাক থামিয়ে দ্রুত পার্শ্ববর্তী এলাকায় পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল উক্ত ট্রাকটি তল্লাশি করে ট্রাকের উপরিভাগে অভিনব কায়দায় আনুমানিক ৬ ইঞ্চি পরিমাণ পাথরের চিপ দিয়ে ঢাকা ও লুকানো অবস্থায় ৩,৭৭২ পিস বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি এবং ৩৮, ৫১৪ পিস বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকসসামগ্রী জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য ৪ কোটি ১০ লাখ টাকা।