ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ওয়ারেন্টের আসামির বাসা থেকে তিন কেজি গাঁজা উদ্ধার

ওয়ারেন্টের আসামির বাসা থেকে তিন কেজি গাঁজা উদ্ধার

ওয়ারেন্টের আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে আসামির বাসা থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ রামসিদ্ধি গ্রামের। গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, একটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি দক্ষিণ রামসিদ্ধি গ্রামের মৃত সফিজদ্দিন সরদারের ছেলে জাকির সরদারকে গ্রেপ্তারের জন্য গত শনিবার বিকালে থানার এসআই কামাল হোসেন, এএসআই আসাদুল ইসলাম, আমিনুল ইসলাম, হুমায়ুন কবির ও ইমরান নাজির আসামির বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নিজ ঘরে আত্মগোপন করে আসামি জাকির। অনেক চেষ্টার পর নিজ ঘর থেকে জাকির সরদারকে গ্রেপ্তার করা হয়। পরে জাকিরের ঘরে তল্লাশি চালিয়ে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। ওসি আরো জানান, গাঁজা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি গ্রেপ্তারকৃতকে গতকাল রোববার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত