বঙ্গবন্ধুর বাংলাদেশে, পুলিশ আছে জনতার পাশে- এই প্রতিপাদ্য সামনে রেখে ‘শোকের মাস আগস্টে শপথ করি, মুজিব আদর্শে দেশ গড়ি’ এই স্লোগান সামনে রেখে ডিএমপি লালবাগ বিভাগে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভ টিজিংসহ সামাজিক বিভিন্ন অপরাধ প্রতিরোধের বিষয়ে করণীয় এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়। ডিএমপি লালবাগ বিভাগের আয়োজনে গত শনিবার বিকাল ৪ ঘটিকায় লালবাগের সাগুন কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। র্যালির মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। ডিসি অফিসের সামনে থেকে একটি র্যালি শুরু হয়। র্যালিটি ঢাকেশ্বরী সড়ক হয়ে ডিসি অফিসের সামনে এসে শেষ হয়। র্যালিতে অংশ নেন লালবাগে বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জাফর হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। র্যালিতে আরো অংশগ্রহণ করেন লালবাগ, চকবাজার, কোতোয়ালি, বংশাল, কামরাঙ্গীরচর এবং সূত্রাপুর থানার পুলিশের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, আওয়ামী লীগের নেতাকর্মীরাসহ সাধারণ মানুষ। আরো উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটির ২৩, ২৪, ২৫, ২৬, ২৮ ও ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ সাধারণ মানুষ। সভায় বক্তব্য রাখেন লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাফর হোসেনসহ ওয়ার্ড কাউন্সিলর ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।