নতুন রূপে বিআরটিসি তেজগাঁও ট্রেনিং ইনস্টিটিউট যার রূপকার চেয়ারম্যান মো. তাজুল ইসলাম
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ইট-পাথরের শহরে সবুজঘেরা প্রাকৃতিক পরিবেশের তেজগাঁও ট্রনিং ইনস্টিটিউট আজ বাংলাদেশের ড্রাইভিং শিক্ষার পথিকৃৎ, সকল ড্রাইভিং ট্রেনিং প্রতিষ্ঠানের আদর্শ। ‘সেবাই আদর্শ’ স্লোগান নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বাংলাদেশের বেকার সমস্যা সমাধানের লক্ষ্যে দক্ষ ও কর্মমুখী মানবসম্পদ তৈরিতে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় তেজগাঁও ট্রেনিং ইনস্টিটিউট একটি বিশ্বস্ত ও নির্ভরশীল প্রতিষ্ঠান। এক সময়ের জরাজীর্ণ এই ট্রেনিং ইনস্টিটিউট নতুন প্রাণ ফিরে পেয়েছে বর্তমান চেয়ারম্যান মো. তাজুল ইসলাম যোগদানের পর। ট্রেনিং সেন্টারের বিভিন্ন স্টাফদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমান চেয়ারম্যান যোগদানের পর পাল্টে গেছে এখানকার চিত্র। তারা জানান, তিনি একই সঙ্গে নতুন ট্রেনিং সেন্টার স্থাপন, পুরোনো ট্রেনিং সেন্টার/ইনস্টিটিউটের আমূল পরিবর্তন, ট্রেনিং ইনস্টিটিউট/সেন্টারের দুর্নীতিগুলো সমূলে উৎপাটন-পূর্বক বিআরটিসি’র ট্রেনিং কর্মকাণ্ডকে নিয়ে গিয়েছেন এক অনন্য উচ্চতায়। ২ বছর আগের ট্রেনিং ইনস্টিটিউটের চিত্র ছিল ভিন্ন। বিভিন্ন পূর্ত কাজ সম্পাদন, বাউন্ডারি দেয়াল নির্মাণ, মূলফটক নির্মাণ, সম্পূর্ণ ইয়ার্ড পাকাকরণ, নতুন কøাস রুম নির্মাণ, অফিসকক্ষ সংস্কার, ভর্তি সেকশন আধুনিকায়ন, প্রশিক্ষণার্থী রেস্ট রুম স্থাপন, আধুনিক ক্লাসরুম (এসি, প্রজেক্টর ও ডিজিটাল মনিটর সম্পন্ন) নির্মাণ, রিফেøকটিভ সাইন বোর্ড স্থাপন, দরিদ্র/মহিলা/সুবিধাবঞ্চিত গোষ্ঠীদের ফ্রি ট্রেনিং কোর্স করানো, সকল চালক ও কারিগরকে ইউনিফর্ম প্রদান, সকল অফিস স্টাফদের ডিজিটাল পরিচয়পত্র প্রদান, অফিস পরিবেশ দৃষ্টিনন্দন করা, ভাবগাম্ভীর্যের সঙ্গে নানা দিবস উদযাপনসহ সার্বিক বিষয়গুলো কঠোর মনিটরিংয়ের মাধ্যমে সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন। একই সঙ্গে সম্পূর্ণ ট্রেনিং সেন্টার সিসি ক্যামেরার আওতাধীন করা, সব অফিস স্টাফদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা, ডিজিটাল অনলাইনে প্রশিক্ষণার্থী ভর্তি করা, নতুন ট্রেনিংকার ক্রয়, নিয়মিত অপারেটর ইনস্ট্রাক্টরদের মূল্যায়ন, নানা সরকারি সংস্থায় প্রশিক্ষণ প্রদান করার উদ্যোগগুলো সফলভাবে সম্পন্ন করা হয়েছে। অনলাইনে বেতন/গ্র্যাচুইটি/সিপিএফ প্রদান, চালকদের পদোন্নতি প্রদান, কারিগরি/অফিস সহায়ক নিয়োগ, অফিস আসবাবপত্র/মালামাল ক্রয়সহ এমন কোনো ক্ষেত্র নেই, যেখানে বিআরটিসি’র বর্তমান চেয়ারম্যানের পদচিহ্ন পড়েনি। বর্তমানে লাভজনক এই প্রতিষ্ঠান বিগত ৩ বছরে ১১ হাজার ৮৯৮ প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ করেছেন, যারা দেশে-বিদেশে দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছে। তেজগাঁও ট্রনিং ইনস্টিটিউটে ভারী/হালকা কোর্সে ভর্তির জন্য যোগযোগ নম্বর : ০১৩২৮-২৯৩৯৬৯ এবং ০১৯৬২-৮৫০৭২৮। সরকারি সনদপ্রাপ্ত দক্ষ অপারেটর ইনস্ট্রাক্টর দ্বারা ব্যবহারিক ক্লাস এবং অভিজ্ঞ শিক্ষক দ্বারা তাত্ত্বিক ক্লাস নেওয়া হয়। বিআরটিসি’র বর্তমান চেয়ারম্যানের সোনার কাঠির পরশে নবজাগরণে জেগে উঠেছে বিআরটিসি তেজগাঁও ট্রেনিং ইনস্টিটিউট।