ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ডিমের আড়তে র‌্যাবের অভিযান

ডিমের আড়তে র‌্যাবের অভিযান

রাজধানীর কাপ্তান বাজার ও বাড্ডায় ডিমের আড়তে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। অভিযানে এখন পর্যন্ত বেশ কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করেছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাদের মধ্যে কাউকে ২ লাখ, ১ লাখ, ৫০ হাজার ও ১০ হাজার টাকাও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম। তিনি বলেন, রাজধানীর কাপ্তান বাজার ডিমের অন্যতম একটি আড়ত। এখান থেকে ডিমের সাপ্লাই নিয়ন্ত্রণ হয়। দেশের প্রত্যন্ত অঞ্চলের এজেন্সি থেকে এই কাপ্তান বাজারে ডিম আসে। পাইকারি ব্যবসায়ী ডিম কেনে ও পরে তারা বিক্রি করে। ক্রেতা এবং বিক্রেতার পাকা রসিদ থাকতে হবে। সেখানে কত টাকা দরে ডিম কিনে এনেছে এবং কত টাকা দরে বিক্রি করছে তা পাকা রসিদে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। তিনি আরো বলেন, দুঃখের বিষয় এখানে কোথায় কোনো পাকা রসিদ আমরা পায়নি। রসিদে শুধু ডিমের সংখ্যা লেখা আছে; কিন্তু টাকার কথা উল্লেখ নেই। এছাড়া এখানকার পাইকারি ব্যবসায়ী যে ডিম বিক্রি করছে সেই টাকাও লেখা নেই। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, এসব অভিযোগে ব্যবসায়ীদের সঙ্গে কথা বললে তারা জানতেন না বলে বলছেন। দেশবাসীকে সচেতনতা এবং যারা অন্যায়ভাবে ব্যবসা করছে, তাদের জরিমানার আওতায় আনা হবে। ২ লাখ, ১ লাখ, ৫০ হাজার, ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। তিনি বলেন, যারা ডিম কিনে আনবে এবং বিক্রি করবে, তাদের উভয়েও পাকা রসিদ থাকতে হবে। অন্যথায় আইনের আওতায় আনা হবে। অভিযান চলছে, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত