‘জয় বাবা ভোলানাথ, জয় বাবা পুঠিয়া নাথ’ এই স্লোগানে প্রতি বছরের মতো এবারো ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে রাজশাহীর পুঠিয়ায় শিবমন্দিরে শিবশিলায় পবিত্র গঙ্গাজল অর্পণ করা হয়। এশিয়ার সর্ববৃহৎ ঐতিহাসিক শিবমন্দিরে শিবশিলায় গঙ্গাজল অর্পণ অনুষ্ঠানের আয়োজন করেন পুঠিয়া উপজেলা হিন্দু কল্যাণ ও সংস্কার সমিতি। গতকাল সোমবার সকালে অনুষ্ঠানে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর)-এর সংসদ সদস্য প্রফেসর ডা. মো. মনসুর রহমান, উপজেলা নিবাহী অফিসার একেএম নূর হোসেন নির্ঝর, থানার অফিসার মো. ফারুক হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন। শিবমন্দিরজুড়ে দেখা যায়, আগত ভক্তরা একটি বাঁকা ভার দু’টি বড় ছিকা সম্বলিত দুই ঘটি গঙ্গাজল সাজিয়ে ক্ষেপা বাবা বোম, বোম, ধ্বনিতে মন্দিরে আসছেন। এরপর মন্দিরের চারপাশে সাতপাক ঘুরে শিবশিলায় পবিত্র গঙ্গাজল অর্পণ করেছেন। তবে বহিরাগত কিছু ভক্ত রোববার বাঘা উপজেলায় অবস্থিত আড়ানী বাজারে ক্ষ্যাপা বাবার আশ্রমে অবস্থান নিয়েছেন। সেখানে সারারাত্রী নামণ্ডকীর্তন করে গতকাল ভোরে নদী থেকে ঘটি ভর্তি গঙ্গাজল নিয়ে শিবমন্দিরে এসে গঙ্গাজল অর্পণ করেছেন। উল্লেখ্য, ১২৩০ বঙ্গঃ থেকে ১২৩৭ বঙ্গঃ পর্যন্ত উপমহাদেশের দৃষ্টিনন্দন সম্বলিত ঐতিহাসিক শিবমন্দিরটি নির্মাণ করা হয়। আর মন্দিরটি নির্মাণ করেন মহারানী ভুবনমহন দেবী। যা এশিয়ার সর্ববৃহৎ শিবমন্দির হিসেবে পরিচিত।