ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সিলেটে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সিলেটে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সিলেট যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে সিলেট শহরতলী ৩নং খাদিমনগর ইউনিয়নের ইক্বরাবাদ-মহালদিক, সাহেব বাজার রোডস্থ জামেয়া আবু হুরায়রা রাঃ আল ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। গত শনিবার বিকালে জামেয়া আবু হুরায়রা রাঃ আল ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিক। এ সময় উপস্থিত ছিলেন জামেয়া আবু হুরায়রা রাঃ আল ইসলামিয়া’র ভাইস প্রিন্সিপাল মাওলানা ইয়াহহিয়া খান, শিক্ষক মাওলানা মোঃ দীন ইসলাম, সিলেট যুব উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মাসুদ করিম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান, অর্থ সম্পাদক মোঃ আলী হোসেনসহ মাদ্রাসা শিক্ষক-ছাত্ররা। বৃক্ষরোপণকালে আফিকুর রহমান আফিক বলেন, পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষার জন্য বৃক্ষের গুরুত্ব অপরিসীম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত