ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদতবার্ষিকী পালিত

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদতবার্ষিকী পালিত

স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালিত হয়েছে। বিভাগীয় ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন-

রাজশাহী : গতকাল সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দিবসের শুরুতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার শোক র‌্যালিসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

রংপুর : গতকাল জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সকাল ৯টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান, বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি মো. আবদুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান প্রমুখ। এছাড়া জাতির পিতাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, আওয়ামী লীগ, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রংপুর সিটি কর্পোরেশন, রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মুক্তিযোদ্ধা সংসদ, রংপুর প্রেসক্লাব, রোভার স্কাউটসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলো দিনব্যাপী পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

ময়মনসিংহ : জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গতকাল সকাল সাড়ে ৭টায় সার্কিট হাউজ সংলগ্ন ‘ময়মনসিংহে বঙ্গবন্ধু’ ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু। এছাড়া ময়মনসিংহ সিটি কর্পোরেশনে গতকাল সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগ এবং সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাদের সাথে নিয়ে নগরীর ৩৩টি ওয়ার্ডে ১৫ আগস্ট উপলক্ষ্যে আয়োজিত দোয়া ও গণভোজ কার্যক্রমে অংশ নেন। এ সময় বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় : জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস-২০২৩ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে বিশ্ববিদ্যালয়ের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি’র : ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি’র চেয়ারম্যান ও এর নেতৃত্বাধীন জোট গণতন্ত্র বিকাশ মঞ্চ’র সমন্বয়ক আলহাজ শেখ ছালাউদ্দিন ছালু বলেছেন, ৪৭ বছর আগে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা নির্মমভাবে হত্যা করে সর্বকালের সর্ব শ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের। তিনি আরো বলেন, ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মানবিক ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। বঙ্গবন্ধুর হত্যাকারীরা বাঙালি জাতির আত্মাকে হত্যা করতে চেয়েছিল। জাতির ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনাকে চিরতরে মুছে ফেলতে চেয়েছিল কিন্তু জাতির জনক বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে ফিরে এসেছে মুক্তিযুদ্ধের চেতনা। ৭১’র পরাজিত শক্তি জামায়াতে ইসলাম ও মুসলিম লীগের অর্থায়নে তৎকালীন জাসদ বঙ্গবন্ধুকে হত্যার প্রেক্ষাপট তৈরি করেছিল। আমরা বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় এনে শাস্তি দেওয়ার জোর দাবি জানাচ্ছি। গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এনপিপির পুরানা পল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকীতে এক আলোচনা সভায় তাদের রুহের মাগফিরাত কামনা করে তিনি এসব কথা বলেন। আলোচনা সভা শেষে কার্যালয়ের সামনে দোয়া এবং অসহায় দুস্থ ও গরিবদের মধ্যে খাবার বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন এনপিপির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই মন্ডল, এনপিপির মহাসচিব মো. ইদ্রিস চৌধুরী, জাগপার সভাপতি ও গণতন্ত্র বিকাশ মঞ্চের সদস্য সচিব একেএম মহিউদ্দিন আহাম্মেদ বাবলু, এনপিপি’র প্রেসিডিয়াম সদস্য মিসেস খালেকুজ্জামান খান দুদু, শেখ আবুল কালাম, মিসেস আশা সিদ্দিকা, মোহাম্মদ আনিসুর রহমান দেওয়ান প্রমুখ।

বন্ধু সমাজ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকীতে তার এবং তার পরিবারের বিদেহী আত্মার শান্তি কামনা গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার আব্দুস সালাম হলে দেশবাসীর পক্ষে বাংলাদেশ বন্ধু সমাজ’র আয়োজনে গণমোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বন্ধু সমাজের সভাপতি এফ. আহমেদ খান রাজীবের পরিচালনায় গণমোনাজাতে বীর মুক্তিযোদ্ধা, দেশবরেণ্য ব্যক্তিসহ অসংখ্য বন্ধুদের সমাগম ঘটে।

সিএজি কার্যালয় : যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গতকাল ধানমন্ডি-৩২ নম্বর বাড়িতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মো. নূরুল ইসলাম। পরে সিএজি কার্যালয়ে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ, পবিত্র কোরআন তেলাওয়াত, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (সিএজি) মো. নূরুল ইসলাম। এ সময় তিনি বলেন, জাতির পিতার দেয়া স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের পতাকা বিশ্বের মানচিত্রে সমুন্নত থাকবে চিরদিন। প্রকৃত পক্ষে বঙ্গবন্ধু আমাদের অনুভূতি ও অন্তরাত্মায় মিশে আছেন। জাতির পিতার প্রতি আমাদের অশেষ ঋণ, শ্রদ্ধা, ভালোবাসা। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর কর্ম ও জীবনীভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গ্রামীণ ব্যাংকের গাছের চারা বিতরণ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে গ্রামীণ ব্যাংকের ধামরাই ব্রাঞ্চের পক্ষ থেকে সদস্যদের মধ্যে ১ হাজার ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় শোক উপলক্ষ্যে ধামরাই পৌর শহরের উত্তর পাঠানটোলা মহল্লায় ব্যাংকের নিজ শাখা অফিসে সকাল ৮টা থেকে চারা বিতরণ কর্মসূচি শুরু হয়। গ্রামীণ ব্যাংকের ধামরাই এরিয়ায় ১০ শাখার মোট ৩২ হাজার সদস্য রয়েছেন। তাদের মধ্যে আম, জলপাই, পিয়ারা- এই তিন জাতের ১ লাখ ৭০ হাজার ফলদ গাছের চারা রোপণের কর্মসূচি গ্রহণ করা হয়। গ্রামীণ ব্যাংক কর্তৃক ২০ হাজার চারা বিনামূল্যে বিতরণ করা হলেও ১ লাখ ৫০ হাজার চারা সদস্যরা নিজ উদ্যোগে যার যার আঙিনায় রোপণের প্রতিশ্রুতি দিয়ে এ কর্মসূচি পালন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায়, দেশের পরিবেশ রক্ষায় সুবিধাভোগী সদস্যদের নিয়ে এ কর্মসূচি পালন করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন ধামরাই এরিয়ার প্রোগ্রাম অফিসার পল্লব কান্তি সরকার, ধামরাই ব্রাঞ্চের ম্যানেজার সুরুজীত চন্দ্র রায়, সেকেন্ড ম্যানেজার মো. শফিকুল ইসলাম, সিনিয়র অফিসার ওমর ফারুক, আল আমিন, হাবিবুর রহমান, শাহিন মিয়া, কাওসার আহমেদ, অফিস সহায়ক কবির হোসেনসহ স্থানীয় উপকারভোগী সদস্যরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত