জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে মিলনায়তনে গতকাল আলোচনা সভা, কোরআনখানি এবং দোয়া মাহফিল আয়োজন করা হয়। আলোচনায় বিজ্ঞান জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, বঙ্গবন্ধু সরকারি কর্মচারীদের দায়িত্ব পালনে সততাকে অত্যন্ত গুরুত্ব প্রদান করতেন। দুর্নীতি, অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে তিনি অত্যন্ত সোচ্চার ছিলেন। সরকারী কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালনের ক্ষেত্রে দেশপ্রেমে উজ্জীবিত থেকে যেন দায়িত্ব পালন করেন সেটাই তিনি সবসময় চেয়েছিলেন। এছাড়া আগারগাঁওস্থ একটি এতিমখানায় ৭০ জন এতিমকে বিজ্ঞান জাদুঘরের পক্ষ থেকে উন্নতমানের খাবার ও স্মারক উপহার প্রদান করা হয়।