বরিশালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রচারণায় জেলা প্রশাসক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বরিশাল ব্যুরো
বরিশালে প্রতিদিনই হু হু করে বাড়তে শুরু করেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। বর্তমানে বরিশাল জোনে আড়াই হাজারের উপরে ডেঙ্গু রোগে আক্রান্ত রয়েছে। শেরেবাংলা মেডিকেলেই গত ২৪ ঘণ্টায় ২৭২ জন রোগীর চিকিৎসা দেয়া হচ্ছে। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৪ জনের। পাশাপাশি জ্বর সর্দি কাশি ও ডেঙ্গুর উপশম নিয়ে অসংখ্য রোগী টেস্ট করাতে ভিড় করছে জেলা উপজেলার স্বাস্থ্য কেন্দ্রগুলোতে। এদিকে ডেঙ্গুর প্রকোপ কমাতে গতকাল থেকে জোড়ালোভাবে সচেতনতার লক্ষ্যে মাঠে নেমেছে বরিশালের জেলা প্রশাসন। গতকাল সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের নেতৃত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মারুফ, এনডিসি মো. মঈন উদ্দিনসহ একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র্যালি ও পথচারীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় লিফলেট বিতরণ করেন। এ সময় জেলা প্রশাসক বলেন, প্রথমে আমরা সচেতনতা করছি পরবর্তীতে আমরা আরো কঠোর অভিযানে নামব। পরিত্যক্ত কোথাও পানি জমে থাকলে বা নোংরা পরিবেশ বা মশার লারভা সৃষ্টি হয় এমন জায়গাগুলোতে অভিযান পরিচালনা করা হবে।