পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহানকে অফিস কক্ষে কর্তব্যরত অবস্থায় তালাবদ্ধ করে রাখার প্রতিবাদে মানববন্ধন ও ক্লাস পরীক্ষা বর্জন করেছে শিক্ষক সমিতি। গতকাল বুধবার দুপুর পৌঁনে ১টায় বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ভবনের সামনে মানববন্ধন করেন শিক্ষকরা। এ সময় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর জেহাদ পারভেজ ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. আসাদুজ্জামান মিয়া বক্তব্য রাখেন।