নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা পাগলা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা ও হিরোইনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা সিটিটিইউ। গতকাল বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম মোস্তফা রাসেল জানান, গত মঙ্গলবার দিনগত গভীর রাতে নারায়ণগঞ্জ জেলা কাউন্টার টেরোরিজম ইউনিটের টিম অভিযান চালায় পাগলা পশ্চিমপাড়া।