রংপুরে তরুণদের অংশগ্রহণে নাগরিক প্রত্যাশাবিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে ইউএসএআইডি’র সহায়তায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল পরিচালিত ‘স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ’ প্রকল্পের আওতায় এ সংলাপটি নগরীর সিক্স সিজন্স কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়। এতে রংপুর মহানগরীর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, এমএএফ (মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরাম) রংপুরের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যদের অংশগ্রহণে নাগরিক প্রত্যাশাবিষয়ক সংলাপ করা হয়।
রংপুর শহরের বিভিন্ন সমস্যা ও তার সম্ভাব্য সমাধানের উপায় নিয়ে তরুণরা তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেছেন এই অনুষ্ঠানে। কর্মশালায় এমএএফের সভাপতি সাহিদা রহমান জোন্সা, সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, এমএএফ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ নবীউল্লাহ পান্না, এমএএফ সহ-সভাপতি ইরা হক, এমএএফ যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ খান নান্নু, এমএএফ সাংগঠনিক সম্পাদক জেসমিন আক্তার, এমএএফ প্রচার সম্পাদক আরিফ আলী এমএএফ সদস্য আল আমীন, এমএএফ সদস্য রবিউল ইসলাম, এমএএফ সদস্য ইয়াসিন আরাফাত আসিফ, এমএএফ সদস্য জিন্নাত হোসেন লাভলু, কারমাইকেল কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর শাহ আলম, সুজন রংপুর মহানগর সভাপতি, খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, কেএস ট্রেইনিং কন্সাল্টেন্সি ফার্মের পরিচালক নুরুন্নবী বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা তাদের আলোচনায় সুচিন্তিত মতামত তুলে ধরেন। সংলাপে অংশগ্রহণকারীরা নিম্নলিখিত বিষয়গুলো নিয়ে আলোচনা করে মতামত প্রদান করেন।
বর্তমান সময়ে নারী, শিশু ও যুব জনগোষ্ঠী যেসব সমস্যার মুখোমুখি হন, শহরকে কীভাবে নারীবান্ধব, শিশুবান্ধব ও যুববান্ধব করা যায়, সে সম্পর্কে সুপারিশ। নাগরিক সেবা পাওয়ার ক্ষেত্রে বর্তমানে নাগরিকরা যেসব সমস্যার মুখোমুখি হন, নাগরিক সেবার মান উন্নত করার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপেক্ষর জন্য পরামর্শ। এতে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, রংপুর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো. আলী ইজাদ এবং অনুষ্ঠানটি পরিচালনায় সার্বিক সহায়তা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রংপুর রিজিয়নের অফিসার, মর্তুজা আকতার জাহান ও ওপারেশন অ্যাসিস্টেন্ট ওমর ফারুক। এতে ৫০ জন অংশগ্রহণ করেন। ন