বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে তানরাত গ্রুপ আগামী ৫, ৬, ৭ অক্টোবর তিন দিনব্যাপী ইভেন্ট আয়োজন করবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (আই ইউ বি)-তে। সৃজনশীল প্রতিযোগিতায় শিশু শ্রেণি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত শিক্ষার্থীরা ছয়টি ক্যাটাগরিতে ভাগ হয়ে মোট ৩৪টি বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে একে অপরকে চ্যালেঞ্জ জানাবে। বিজ্ঞান, ব্যবসা এবং সাধারণ জ্ঞানভিত্তিক বিষয়ে অলিম্পিয়াডের পাশাপাশি থাকছে চলমান বিভিন্ন জাতীয় সমস্যা সমাধানে প্রজেক্ট প্রদর্শনী, একাডেমিক জটিল বিষয়ের সহজ উপস্থাপনে দেওয়াল পত্রিকা প্রদর্শনী। থাকছে রোবোটিক্স কম্পিটিশন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, পোস্টার ডিজাইন, ক্যালিওগ্রাফি, ফটোগ্রাফি ও গেমিং কনটেস্ট। বিজয়ীদের জন্য থাকছে মোট ১ লাখ টাকা নগদ পুরস্কার, ২৫০টিরও বেশি অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট।