টামটা উ: ইউনিয়ন হোসেনপুর বাজার কেন্দ্রীয় মসজিদের শোক দিবস পালন
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সংবাদ বিজ্ঞপ্তি
আওয়ামী লীগ কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির বিদ্যুৎ খাত সংক্রান্ত কমিটির আহ্বায়ক ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন বলেছেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র রুখতে তৃণমূলভাবে ঐক্যবদ্ধ হতে হবে। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গত মঙ্গলবার বিকালে টামটা উ: ইউনিয়ন হোসেনপুর বাজার কেন্দ্রীয় মসজিদ মাঠে শোক দিবসের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।