রাজধানীতে পুলিশ পরিচয়ে ছিনতাই
গ্রেপ্তার চার
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর খিলগাঁও এলাকা থেকে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে সংঘবদ্ধ ছিনতাই, মাদক ব্যবসা ও গাড়ি চুরি চক্রের মূলহোতা মো. বাবুল হোসেন (৫৩) এবং তার অন্যতম তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। গত বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর শ্যামপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- চক্রের মূলহোতা মো. বাবুল হোসেন (৫৩), তার অন্যতম সহযোগী আব্দুল হালিম (৩৮), মো. আমির হোসেন (২৮) ও মো. ইসহাক ব্যাপারী (১৯)। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৩-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা জানায়, বাবুল হোসেন ওই চক্রটির মূলহোতা এবং তারই পরিকল্পনা অনুযায়ী এই চক্রটির সকল কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। চক্রটি দীর্ঘদিন ধরে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের বিভিন্ন প্রতীক যেমন পুলিশের হ্যান্ডকাপ, পুলিশ লেখা পিস্তল কভার, পুলিশের ডিবি লেখা জ্যাকেট ইত্যাদি ব্যবহার করে নির্বিঘ্নে ছিনতাই, মাদক ব্যবসা এবং গাড়ি চুরির মতো বিভিন্ন অপরাধ করে আসছে। গ্রেপ্তারকালে তাদের হেফাজত থেকে ১টি পুলিশ মনোগ্রামযুক্ত কাঁধ ব্যাগ, ১টি পুলিশ লেখা সম্বলিত পিস্তল কভার, চাবিসহ ১টি হ্যান্ডকাপ, ২টি চাকু, ৫০ পিস ইয়াবা, ছিনতাইকৃত কিছু টাকা এবং একটি চোরাই সিএনজি উদ্ধার করা হয়।