ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৫
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীজুড়ে পৃথক অভিযান চালিয়ে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদকসেবন ও বিক্রির অভিযোগে তাদের গ্রেপ্তার করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গত বুধবার সকাল ৬টা থেকে গতকাল বৃহস্পতিবার একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ওই অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে ২ হাজার ৫২৮ পিস ইয়াবা ছাড়াও ৯ কেজি ৬০০ গ্রাম গাঁজা ও ১০৫ গ্রাম (২০ পুরিয়া) হেরোইন জব্দ করা হয়েছে।