গৌরনদীতে শোক দিবসের আলোচনা সভা
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বরিশাল ব্যুরো
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে বরিশালের গৌরনদীতে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, ইউনিয়ন পরিষদ ও বণিক সমিতির যৌথ আয়োজনে বিল্বগ্রাম বাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আল আমিন হাওলাদারসহ অন্যান্যরা। শেষে ১৫ আগস্ট শাহাদাতবরনকারী সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।