চলতি বছরের প্রথমার্ধে শক্তিশালী ব্যালেন্স শীট প্রবৃদ্ধির ফলে ব্র্যাক ব্যাংকের সমন্বিত (Consolidated) কর-পরবর্তী নিট মুনাফা (NPAT) ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জানুয়ারি-জুন ২০২৩-এ অঙ্গপ্রতিষ্ঠানসহ সমন্বিতভাবে কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ৩৩৪ কোটি টাকায়, যা ২০২২ সালের একই সময়ে ছিল ১৯১ কোটি টাকা। আগের বছরের ২৫৪ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে ব্র্যাক ব্যাংক ২০২৩ সালের প্রথমার্ধে এককভাবে ৩০৩ কোটি টাকা কর-পরবর্তী নিট মুনাফা অর্জন করেছে।
জানুয়ারি-জুন ২০২৩ সময়ে পূর্বের বছরের একই সময়ের তুলনায় এককভাবে (স্ট্যান্ডঅ্যালোন ভিত্তিতে) ঋণ পোর্টফোলিওতে প্রবৃদ্ধি হয়েছে ২৯ শতাংশ এবং গ্রাহক আমানতে ২৮ শতাংশ (বার্ষিকীকৃত)। ১০ আগস্ট ২০২৩ ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে ২০২৩ সালের অর্ধবার্ষিক আার্থিক ফলাফল ঘোষণা করে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
স্থানীয় ও বিদেশি বিনিয়োগ বিশ্লেষক, পোর্টফোলিও ম্যানেজার ও পুঁজিবাজার বিশেষজ্ঞবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যা ব্যাংকের সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ব্যাংকের আর্থিক ফলাফল, উল্লেখযোগ্য অর্জন, অগ্রগামী অবস্থান ও ভবিষ্যতের ব্যবসায়িক কৌশল তুলে ধরেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।