ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজ সাময়িক বন্ধ ঘোষণা

সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজ সাময়িক বন্ধ ঘোষণা

সংস্কারের জন্য সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজ। গত বুধবার দুপুর থেকে সংস্কার কাজের জন্য ব্রিজটি পুরোপুরি বন্ধ করে দেয় রেলওয়ের সেতু বিভাগ। ট্রাফিক বিভাগের সঙ্গে আলাপ করে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্রিজটি বন্ধ করেছে বলে নিশ্চিত করেছেন কিন ব্রিজ সংস্কার কাজের দায়িত্বে থাকা কর্মকর্তা শিপন আহমদ। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ঐতিহ্যবাহী কিন ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ব্রিজের ওপর দিয়ে যান চলাচল ও মানুষ পারাপার হচ্ছিল। এরই পরিপ্রেক্ষিতে গত ১০ জুলাই সেতুটির সংস্কার কাজের সময় যান চলাচল ২ মাস বন্ধ রাখতে এসএমপির সহযোগিতা চেয়ে চিঠি দেন পূর্বাঞ্চল রেলওয়ের সেতু বিভাগের প্রকৌশলী জীষাণ দত্ত। শিপন আহমদ জানান, গত মঙ্গলবার পূর্বাঞ্চল রেলওয়ের সেতু বিভাগ ব্রিজের দুইপাশে ২ মাস যান চলাচল বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়ে ফেস্টুন আকারে বিজ্ঞপ্তি দেয়। এই ঘোষণা অনুযায়ী আজ দুপুর ১টার পর থেকে ব্রিজের দুইপাশে স্টিলের খাঁচা দিয়ে বন্ধ করে দেওয়া হয়। ফলে ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ব্রিজ সংস্কারের সব মালামাল কিন ব্রিজ এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। ২ মাসের মধ্যেই আমরা কাজ শেষ করতে পারব বলে আশা করছি। প্রসঙ্গত, ১৯৩৩ সালের দিকে আসাম প্রদেশের গভর্নর ছিলেন মাইকেল কিন। তিনি সিলেট সফরে আসার জন্য সুরমা নদীতে ব্রিজ স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দেয়। কারণ তখন আসামের সঙ্গে সিলেটের যোগাযোগেরমাধ্যম ছিল ট্রেন। ফলে রেলওয়ে বিভাগ ১৯৩৩ সালে সুরমা নদীর ওপর ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয় এবং নির্মাণ শেষে ১৯৩৬ সালে ব্রিজটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়। ১১৫০ ফুট দৈর্ঘ্য এবং ১৮ ফুট প্রস্থের এই ব্রিজ নির্মাণে তৎকালীন সময়ে ব্যয় হয়েছিল প্রায় ৫৬ লাখ টাকা। এই ব্রিজটি বর্তমানে দেশে-বিদেশে সিলেটের প্রতীক হিসেবে পরিচিত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত