ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বদলে গেছে বিআরটিসির চট্টগ্রাম বাস ডিপো

বদলে গেছে বিআরটিসির চট্টগ্রাম বাস ডিপো

আগের সব বাধা অতিক্রম করে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন এখন ঘুরে দাঁড়িয়েছে। ফলে বদলে যাচ্ছে বাস ডিপোগুলো। বিআরটিসির চট্টগ্রাম বাস ডিপোতেও পরিবর্তনের ছোঁয়া লেগেছে। সেবার মান ও আয় দুটোই বেড়েছে। চট্টগ্রাম বাস ডিপোর মাসিক আয় আগে ছিল ১ কোটি ২০ লাখ থেকে ১ কোটি ৩০ লাখ টাকা। বর্তমানে সেই আয় ১ কোটি ৭০ লাখ টাকায় গিয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বিআরটিসি। চট্টগ্রাম বাস ডিপোর ম্যানেজার মো. জুলফিকার আলী জানিয়েছেন, বর্তমান চেয়ারম্যানের নিরলস পরিশ্রম ও দিকনির্দেশনায় সম্ভব হয়েছে। আয় বৃদ্ধি, ব্যয় সংকোচন ও যাত্রী সেবার মান উন্নয়ন এ লক্ষ্য নিয়ে বিআরটিসিসহ চট্টগ্রাম বাস ডিপো বর্তমানে লাভবান ডিপোতে পরিণত হয়েছে। প্রতি মাসের নিয়মিত বেতন পরিশোধের পাশাপাশি ডিপোর দীর্ঘদিন বসা বাসগুলো সচল করা হয়েছে। এদিকে ২০১৯-২০ অর্থবছরে চট্টগ্রাম বাস ডিপো লোকসানে থাকলেও ২০২১ থেকে বর্তমানে চট্টগ্রাম বাস ডিপো লাভবান প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ডিপোর নিজস্ব অর্থায়নে মোট ৩৪টি বাসের ভারী মেরামত বাবদ ৬১ লাখ টাকা। বিভিন্ন অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ ৪৩ লাখ টাকা এবং বিভিন্ন বকেয়া সম্পূরক বিল বাবদ ১০ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। চট্টগ্রাম বাস ডিপো কর্তৃপক্ষ জানিয়েছে, বাস ডিপোর উন্নয়নের ফলে জনসাধারণের কাছে বিআরটিসির পরিচিতি ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। ডিপোর সামনের মেইন গেট আধুনিকায়ন হয়েছে। বাস মেরামত ওয়ার্কসপ সংস্কার, গাড়ি পরিষ্কার র‌্যাম্প সংস্কার ও গাড়ি ধোয়ার জন্য আধুনিক মেশিন সংযোজন করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত