ঢাকা ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

টেলিটকের ডিজিটাল কর্পোরেট সেবা ব্যবহার করবে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

টেলিটকের ডিজিটাল কর্পোরেট সেবা ব্যবহার করবে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও টেলিটক বাংলাদেশ লিমিটেড (টিবিএল)-এর মধ্যে গত বুধবার একটি কর্পোরেট সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তির পরিপ্রেক্ষিতে টেলিটক বাংলাদেশ লিমিটেড সাশ্রয়ী মূল্যে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ইন্টারনেট সেবাসহ বিভিন্ন ডিজিটাল কর্পোরেট সেবা প্রদান করবে। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ এবং টিবিএল-এর পক্ষে মো. সাইফুর রহমান খান, অতিরিক্ত মহাব্যবস্থাপক চুক্তি স্বাক্ষর করেন। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর পক্ষে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান (উপ-উপাচার্য) এবং অধ্যাপক ড. মোহাম্মদ হামিদুর রহমান খান, রেজিস্ট্রারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত