রাজশাহী মহানগরীতে উগ্রবাদ প্রতিহতকরণে যুবদের করণীয় শীর্ষক যুবমেলা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে রাজশাহী কলেজ অডিটরিয়ামে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় দি এশিয়া ফাউন্ডেশন ‘সহিংস উগ্রবাদ প্রতিহতকরণে যুবদের করণীয়’ শীর্ষক যুবমেলার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি’র পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। মেলায় রাজশাহী মহানগরীর বিভিন্ন যুব সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে আরএমপি’র পুলিশ কমিশনার বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান এবং জঙ্গি হামলার স্বীকার বিভিন্ন লেখক, শিক্ষক, পুলিশ অফিসারদের শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, ৭১-এর পরাজিত মহল ও তাদের মদদে বিভিন্ন জঙ্গি সংগঠন বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র ও তলাবিহীন ঝুঁড়িতে পরিণত করার চেষ্টা করছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়ন আজ দৃশ্যমান। এই উন্নয়নকে কোনো অবস্থায় বাধাগ্রস্থ হতে দেওয়া হতে দেওয়া হবে না। দেশেকে এগিয়ে নেওয়ার জন্য যা যা করণীয় তা আমরা সম্মিলিতভাবে করবো। উপস্থিত যুব ও শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তারা যেনো না বুঝে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কথায় উদ্বুদ্ধ হয়ে বা কোনো প্রলোভনে পা না বাড়ায়। সতর্ক থেকে পরিশ্রম করার কথা বলেন এবং মুক্তিযুদ্ধে চেনতায় উদ্বুদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বানও জানান।