সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নাম ও লোগো ব্যবহার করে বিভিন্ন পেইজ এবং গ্রুপে রিক্রুটমেন্ট বিষয়ে মিথ্যা তথ্য প্রকাশ এবং মাস্কিং এসএমএস সার্ভিস (DGAnsarVDP) ব্যবহার করে ভুয়া বার্তা প্রদান করা হচ্ছে।
রিক্রুটমেন্ট সংক্রান্ত এ মিথ্যা তথ্য প্রকাশসহ অঙ্গীভূত আনসারে অফার ও বদলীর মিথ্যা বার্তা প্রেরণ করে প্রতারক চক্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। এ ধরনের মিথ্যা তথ্য ও বার্তা হতে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য, আলোচ্য প্রচারণায় বা প্রচারিত তথ্যের প্রেক্ষিতে কেউ কোনো প্রকার ক্ষতি, অসুবিধা বা প্রতারণার সম্মুখীন হলে এর জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দায়ী থাকবে না। বাহিনীর নিয়োগ ও অন্যান্য কার্যক্রম সংক্রান্ত তথ্যাদি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিসিয়াল ওয়েব সাইট www.ansarvdp.gov.bdএ পাওয়া যাবে।