বিনামূল্যে ওষুধ বিতরণ ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করলেন সাকিব আল হাসান
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বরিশাল ব্যুরো
বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী গ্রামের আলহাজ্ব নুর মোহাম্মদ মুন্সী হাসপাতালে বিনামূল্যে ওষুধ বিতরণ ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করেছেন।
হাসপাতালের প্রতিষ্ঠাতা গৌরনদীর বাসিন্দা লন্ডনপ্রবাসী ব্যারিস্টার মনির হোসেনের আমন্ত্রণে সারা দিয়ে গতকাল মঙ্গলবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক মাঠে নামেন সাকিব। এ সময় গৌরনদীর সর্বস্তরের জনতা তাকে অভ্যর্থনা জানান। এর পরই সুন্দরদী গ্রামের আলহাজ্ব নুর মোহাম্মদ মুন্সী হাসপাতালে বিনামূল্যে ওষুধ বিতরণ ও রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রিয় ক্রিকেটারকে একনজর দেখার জন্য হাসপাতাল চত্বরে হাজার হাজার সাকিবভক্ত ভিড় জমান। এ সময় হাসপাতালের দোতলা থেকে হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছা জানান সাকিব। দুপুরে তিনি ঢাকায় ফিরে যান। অনুষ্ঠানে উপস্থিত চিত্র নায়ক নিরব, মেকাপ আর্টিস্ট সেলিনা মনির প্রমুখ।