গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ
বাবা-মায়ের পর চলে গেল শিশু আফসানাও
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কদমতলী থানার জুরাইন এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে বাবা ও মায়ের পর না ফেরার দেশে চলে গেল দগ্ধ শিশু আফসানা (৫)। গতকাল বুধবার সকাল ৮টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। তিনি বলেন, জুরাইন এলাকা থেকে দগ্ধ অবস্থায় আমাদের এখানে পাঁচজন এসেছিলেন। গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় ৫ বছরের শিশু আফসানার মৃত্যু হয়। তার শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে তার বাবা আতাহার আলী এবং মা মুক্তা খাতুনের মৃত্যু হয়। এ ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে। উল্লেখ্য, গত ১৩ আগস্ট দিবাগত রাত ৩টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তারা হলেন- আতাহার আলী, আলতাব সিকদার, মর্জিনা বেগম, মুক্তা খাতুন ও শিশু আফসানা।